ভারতের বিশ্বকাপ জয়, অভিনন্দন সত্য ও সুন্দরের
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে পুরুষ দলের প্রথম বিশ্বকাপ জয় এবং ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির অধীনে দেশের মাটিতে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর
ভারতের বিশ্বকাপ জয়, অভিনন্দন সত্য ও সুন্দরের


নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে পুরুষ দলের প্রথম বিশ্বকাপ জয় এবং ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির অধীনে দেশের মাটিতে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর এ বার মহিলা ক্রিকেটেও এল গৌরবের মুহূর্ত। আর তারপরেই অভিনন্দন জানালেন মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লা ও গুগল সিইও সুন্দর পিচাই।

মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লা এক্স-এ লেখেন, উইমেন ইন ব্লু = বিশ্বজয়ী। প্রথম বার ফাইনালে পৌঁছে দুর্দান্ত লড়াইয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকেও শ্রদ্ধা জানান তিনি। তিনি লেখেন, ক্রিকেটের এক ঐতিহাসিক দিন — নতুন অধ্যায় রচিত, বাধা ভাঙলো, জন্ম হলো কিংবদন্তিদের।

গুগল সিইও সুন্দর পিচাই লেখেন, অসাধারণ এক ফাইনাল, মনে পড়িয়ে দিল ১৯৮৩ আর ২০১১ সালের কথা। অভিনন্দন টিম ইন্ডিয়াকে, এই জয় প্রেরণা দেবে নতুন প্রজন্মকে। দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত লড়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande