সামাজিক মাধ্যমে অঞ্জুম, মিতালি, ঝুলনের বার্তায় আবেগে ভাসলেন ক্রীড়াপ্রেমীরা
কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): রবিবার রাতে ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেই দলকে ৫২ রানে হারিয়ে পূরণ হয় ভারতের স্বপ্ন। বিশ্বজয়ের পর উচ্ছ্বাসে ভাসে টিম ইন্ডিয়া। তবে এই উৎসব শুধু বর্তমানদের নয়, প্রাক্তনীদেরও। হরমনপ্রীত কৌর তা ভোলেননি। ত
অঞ্জুম, মিতালি, ঝুলন


কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): রবিবার রাতে ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেই দলকে ৫২ রানে হারিয়ে পূরণ হয় ভারতের স্বপ্ন। বিশ্বজয়ের পর উচ্ছ্বাসে ভাসে টিম ইন্ডিয়া। তবে এই উৎসব শুধু বর্তমানদের নয়, প্রাক্তনীদেরও। হরমনপ্রীত কৌর তা ভোলেননি। তিনি উদ্‌যাপনের মঞ্চে টেনে নিয়ে আসেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী, অঞ্জুম চোপড়াদের। টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রাক্তনীদের হাতে ট্রফি তুলে দিয়ে বলেন, ‘দিদি, এটা আপনাদের জন্যও।’ একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর চেয়ারম্যান জয় শাহের হাত থেকে ট্রফি নেওয়ার পর হরমনপ্রীত প্রথমে দলের সঙ্গে উদ্‌যাপন করেন। এর পর ভিডিয়োতে দেখা যায়, ভারত অধিনায়ক ও খেলোয়াড়রা প্রাক্তন ক্রিকেটার অঞ্জুম চোপড়া, মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিচ্ছেন। এই দৃশ্য দেখে কিংবদন্তিরা তখন আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সে ছিল এক স্মরণীয় মুহূর্ত, যখন প্রাক্তন, বর্তমান মিলেমিশে একাকার। একে অপরকে জড়িয়ে ধরেন। চোখে আনন্দের অশ্রু। সেই সময়ে ঝুলন গোস্বামীর কাছে গিয়ে হরমনপ্রীত ও স্মৃতি মান্ধানা বলেন, ‘গতবার আপনার জন্য আমরা বিশ্বকাপ জিততে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি।’ সেই মুহূর্তে ঝুলন একেবারে আবেগে ভেসে যান। আটকাতে পারেননি নিজের চোখের জলও।

নিজের অনুভূতি প্রকাশ করে ঝুলন লেখেছেন, ‘এটা আমার স্বপ্ন ছিল, আর তোমরা সেটা পূরণ করেছো। শেফালি বর্মার ৭০ রান ও দু’টি গুরুত্বপূর্ণ উইকেট, দীপ্তি শর্মার হাফ-সেঞ্চুরি ও পাঁচ উইকেট… দু’জনের অসাধারণ পারফরম্যান্স। ট্রফি এখন আমাদের কাছে।’

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande