
বরাবাঁকি, ৪ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বরাবাঁকি জেলায় ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৮। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে বরাবাঁকির দেবা পুলিশ স্টেশন এলাকায় দেবা-ফতেপুর সড়কে কুতলুপুর গ্রামের কাছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা শাসক ও পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা গেছে, ফতেহপুরের স্বর্ণব্যবসায়ী প্রদীপ রস্তোগী পরিবারসহ গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের গাড়িটি ফতেহপুর–বরাবাঁকি রোডে এক ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান প্রদীপ রাস্তোগি(৫৫), তাঁর স্ত্রী মাধুরী রাস্তোগি (৫২), ছেলে নিতিন রস্তোগী (৩৫), গাড়িচালক শ্রীকান্ত (৪০), নৈমিষ (২০) ও বালাজি (৫৫)। গুরুতর আহত দুইজনইন্দ্র কুমার ও বিষ্ণু শুক্লা লখনউ ট্রমা সেন্টারে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় দু’জনেই মারা যান।
পুলিশ সুপার জানান, অতিরিক্ত গতিই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য