এসআইআর-এর প্রতিবাদে ঠাকুরবাড়ির সামনে আমরণ অনশনে মতুয়াদের একাংশ
উত্তর ২৪ পরগনা, ৫ নভেম্বর, (হি.স.): পূর্বঘোষণা মতোই ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এসআইআরের প্রতিবাদে আমরণ অনশনে বসলেন মতুয়াদের একাংশ। অনশনকারী মতুয়াদের দাবি, নিঃশর্ত নাগরিকত্ব। তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের ডাকে এই অনশন হলেও এদিন দেখা যায়নি তাঁকে। সূত্
এসআইআর-এর প্রতিবাদে ঠাকুরবাড়ির সামনে আমরণ অনশনে মতুয়াদের একাংশ


উত্তর ২৪ পরগনা, ৫ নভেম্বর, (হি.স.): পূর্বঘোষণা মতোই ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এসআইআরের প্রতিবাদে আমরণ অনশনে বসলেন মতুয়াদের

একাংশ। অনশনকারী মতুয়াদের

দাবি, নিঃশর্ত নাগরিকত্ব।

তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের ডাকে এই অনশন হলেও এদিন দেখা যায়নি তাঁকে। সূত্রের খবর, বিশেষ কাজে বাইরে আছেন তিনি। তাই ভারচুয়ালি অনশনের সূচনা করেন ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদ মমতাবালা।

এসআইআর হলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতাবালা। তিনি

বলেছিলেন, দেখা যাবে বাদ

যাওয়াদের তালিকার ৯৫ শতাংশই মতুয়া। আতঙ্কে সকলে

সিএএ-র আবেদনপত্র পূরণ করছে বলে জানিয়েই প্রতিবাদের ডাক দিয়েছিলেন সাংসদ। বিজেপির

ষড়যন্ত্রের প্রতিবাদে ৫ নভেম্বর

থেকে আমরণ অনশনের ডাক দেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande