
কলকাতা, ৫ নভেম্বর (হি.স.): কলকাতা ময়দানের সিএফএল ম্যাচ গড়াপেটা কাণ্ডের তদন্তে ফের সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় এবার বেলেঘাটা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম সুজয় ভৌমিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে অবিনাশচন্দ্র ব্যানার্জি লেনের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, আমরা গোটা ঘটনার তদন্তে নেমেছি, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কলকাতা ময়দানে৷ এই ঘটনার সূত্র ধরেই এর আগে খিদিরপুর ক্লাবের মিডিয়া ম্যানেজার রাহুল সাহা এবং ক্লাব কর্তা আকাশ দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার পাকড়াও সুজয় ভৌমিক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত