
পূর্ব বর্ধমান, ৫ নভেম্বর, (হি.স.): চা, আর সঙ্গে একটিমাত্র বিস্কুট—এই সামান্য জিনিসই রক্তাক্ত পরিণতির দিকে ঠেলে দিল গোটা ঘটনা। বুধবার সকালে রায়নার খালেরপুল চত্বর যেন হঠাৎই থমকে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ডে।
নিহত চায়ের দোকানি ফরিদ আলি শেখ (৫০), বাড়ি মাছখান্ডা গ্রামে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় বেলসরের বাসিন্দা হোসেন মোল্লা, পেশায় রাজমিস্ত্রি, ফরিদের দোকানে চা খেতে আসেন। চায়ের সঙ্গে দেওয়া বিস্কুট নাকি তাঁর পছন্দ হয়নি। সেই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। উপস্থিত অন্য ক্রেতাদের চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া গেলেও কিছুক্ষণের মধ্যেই ফের ফিরে আসে হোসেন।
অভিযোগ, এবার আর কথা নয়—রাগে ফেটে পড়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ফরিদকে আক্রমণ করে। মুহূর্তে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দোকানি। এমন দৃশ্য দেখে স্তব্ধ দোকানের অন্য ক্রেতারা। দ্রুত ফরিদকে উদ্ধার করে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর একের পর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর। সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যু হয় চায়ের দোকানি ফরিদ আলি শেখের।
ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত অভিযুক্ত হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত