ভূপেন হাজরিকা স্মরণ হাইলাকান্দিতে, মানববন্ধনে জন জোয়ার, দশ সহস্রাধিক কণ্ঠে প্ৰতিধ্বনিত 'মানুষ মানুষের জন্য...'
হাইলাকান্দি (অসম), ৫ নভেম্বর (হি.স.) : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে আজ বুধবার হাইলাকান্দি জেলায়ও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষ্যে হাইলাকান্দি শহরে অবস্থিত ডিএসএ ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক মান
হাইলাকান্দি ডিএসএ ক্রীড়া ময়দানে মানব শৃঙ্খল


হাইলাকান্দি (অসম), ৫ নভেম্বর (হি.স.) : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে আজ বুধবার হাইলাকান্দি জেলায়ও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষ্যে হাইলাকান্দি শহরে অবস্থিত ডিএসএ ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক মানববন্ধন গড়ে তোলা হয়। মানববন্ধনে অংশগ্ৰহণকারীরা সমবেত কণ্ঠে সুধাকণ্ঠের অমর সৃষ্টি ‘মানুষ মানুষের জন্য...’ গেয়েছেন।

মানববন্ধনে ছিলেন সাংসদ কৃপানাথ মালাহ, জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক জাকির হোসেন লস্কর, পুরপতি মানব চক্রবর্তী, বিজেপি নেতা কল্যাণ গোস্বামী, স্বপন ভট্টাচার্য, মুন স্বর্ণকার, জেলা পরিষদ সদস্য দিলোয়ার হোসেন বড়ভুইয়াঁ। এর আগে সমবেত জনতার উদ্দেশ্যে সাংসদ কৃপানাথ মালাহ বলেন, সুধাকণ্ঠের সংগীতের আবেদন আমাদের দেশের সীমানা পেরিয়ে বিশ্বজয় করতে সম্ভব হয়েছে।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সুধাকণ্ঠর মানবতাবাদী দর্শন তুলে ধরে বলেন, ভূপেন হাজরিকা চেয়েছিলেন সবাইকে নিয়ে একটি শক্তিশালী রাজ্য গড়ে তুলতে। এই পথ অনুসরণ করে বর্তমান মুখ্যমন্ত্রীর হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে অসম গিনিজ বুকে বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড করতে সক্ষম হয়েছে। বিশ্বের শিল্পপতিরা অসমে বিনিয়োগ করায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর স্বপ্নের অসম গড়ার জন্য তিনি সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আবেদন জানান।

অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে বিধায়ক জাকির হোসেন লস্কর মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। এর আগে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সুধাকণ্ঠের প্রতিকৃতিতে অতিথিরা মাল্যদান করেন। আজকের মানবশৃঙ্খলে জেলার প্রবীণ নাগরিক, সামাজিক সংস্থার কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, এসএইজি-র সদস্যবৃন্দ, সরকারি আধিকারিক কর্মচারী সহ সর্বশ্রেণির জনসাধারণ অংশগ্রহণ করেছেন।

এদিন গুয়াহাটির জন্মশতবর্ষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাইলাকান্দির ২১ জন শিল্পী ১৭টি গানের কোলাজ সহ ‘মানুষ মানুষের জন্য...’ গানে সবাইকে উদ্বেলিত করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande