
শ্রীভূমি (অসম), ৫ নভেম্বর (হি.স.) : রাজ্যের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ, খনি ও খনিজ বিভাগ এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় আজ বুধবার শ্রীভূমি জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছেন।
সভায় মূলত জগন্নাথ কমিউনিটি কাম স্কিল সেন্টার, চা বাগান মডেল স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রসমূহের কার্যক্রম, ‘মুখ্যমন্ত্রী একটি কলি দুটি পাতা প্রকল্প’ এবং অসম দর্শন নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে।
মন্ত্রী কৌশিক রায় জেলার সার্বিক উন্নয়নমূলক প্রকল্পসমূহের দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, ডিসেম্বর মাসের মধ্যেই নির্ধারিত সব প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে। কোনও অবস্থায় বিলম্ব গ্রহণযোগ্য হবে না। উন্নয়নমূলক কার্যক্রমে জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব।
তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে জেলার উন্নয়নের জন্য সবধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রত্যেক দফতরকে সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
সভায় উপস্থিত কর্মকর্তারা মন্ত্রীর নির্দেশ অনুসারে পরবর্তী কর্মপরিকল্পনা ও সময়সীমা নির্ধারণ করে দ্রুত অগ্রগতির আশ্বাস দিয়েছেন। বৈঠকের মাধ্যমে শ্রীভূমি জেলার উন্নয়ন প্রকল্পগুলির কাজ আরও গতি পাবে বলে আশাবাদি প্রশাসনিক মহল। আজকের পর্যালোচনা বৈঠকে ছিলেন জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ইএসি রূপক মজুমদার, ইএসি আলমগির লস্কর, বিভাগীয় আধিকারিক সহ সকল ব্লকের আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি এবং সুব্রত ভট্টাচার্য।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস