
শান্তিরবাজার (ত্রিপুরা), ৫ নভেম্বর (হি.স.) : সমাজ গঠনে যুবসমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম পতিছড়ি মুড়াসিং পাড়ার শ্রী শ্রী হরিচান গোস্বামী আশ্রম প্রাঙ্গণে আয়োজিত রাজ্যভিত্তিক মুড়াসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, এ ধরনের উৎসব সমাজে ভাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা দেয়। নেতিবাচক দিক দূর করে সুস্থ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, মুড়াসিং সমাজের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, টিটিএএডিসি-এর এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, সঞ্জিত রিয়াং, দেবজিৎ ত্রিপুরা, মহকুমা শাসক সঞ্জীব চাকমা সহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন উৎসবের কনভেনর ভাগ্যচরণ মুড়াসিং এবং সভাপতিত্ব করেন টুইফাঙ সুনীল মুড়াসিং।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ