কৃষ্ণনগরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি-র, আইসি-কে সরাতে ৭২ ঘণ্টা সময় ধার্য
নদিয়া, ৫ নভেম্বর, (হি.স.): জগদ্ধাত্রী পুজোয় পুলিশি হেনস্থার অভিযোগে কৃষ্ণনগরে থানা অভিযানে বেরিয়েছিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সেই অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি দেখা গেল কৃষ্ণনগরে। থানার
কৃষ্ণনগরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি-র, আইসি-কে সরাতে ৭২ ঘণ্টা সময় ধার্য


নদিয়া, ৫ নভেম্বর, (হি.স.): জগদ্ধাত্রী পুজোয় পুলিশি হেনস্থার অভিযোগে কৃষ্ণনগরে থানা অভিযানে বেরিয়েছিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সেই অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি দেখা গেল কৃষ্ণনগরে।

থানার সামনে পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক থেকে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি-র কর্মীরা। আইসি-কে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলল বিজেপি। সুকান্তবাবুর দাবি, ৭২ ঘণ্টার মধ্যে সরাতে হবে আইসি-কে।

সুকান্তবাবুর সঙ্গে কৃষ্ণনগরে থানা অভিযানে শামিল হন শত শত বিজেপি কর্মী। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি শুরু হয় পুলিশের।

বিজেপি-র তরফে বলা হয়, আইসি-কে ক্ষমা চাইতে হবে। কিন্তু পুলিশকর্মী পাল্টা জবাবে বলেন, কেন ক্ষমা চাইবেন আইসি? কী অন্যায় করেছেন? পুলিশ ২৪ ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে ডিউটি করে। আপনারা পুরো সত্য না জেনে কথা বলছেন। আগে জেনে আসুন পুরো সত্যিটা। ২৪ মিনিটের ভিডিও দেখে ২৪ ঘণ্টার বিচার পারেন না।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। মাঝে দাঁড়িয়ে মধ্যস্থতা করেন পুলিশের কয়েক জন। কিন্তু পরিস্থিতি তেতে ওঠে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande