একাত্ম হলো দুই নারী ধর্মীয় সংঘ আইবিভিএম ও কনগ্রেগাসিও জেসু
রোম, ৫ নভেম্বর (হি.স.): প্রার্থনা, আত্মমন্থন ও সদস্যদের দীর্ঘ পর্যালোচনার পর মঙ্গলবার এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছল দুই ধর্মীয় সংঘ— কনগ্রেগাসিও জেসু (সি জে) ও ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি (আই বি ভি এম)। মেরি ওয়ার্ডের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ
একাত্ম হলো দুই নারী ধর্মীয় সংঘ আইবিভিএম ও কনগ্রেগাসিও জেসু


রোম, ৫ নভেম্বর (হি.স.): প্রার্থনা, আত্মমন্থন ও সদস্যদের দীর্ঘ পর্যালোচনার পর মঙ্গলবার এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছল দুই ধর্মীয় সংঘ— কনগ্রেগাসিও জেসু (সি জে) ও ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি (আই বি ভি এম)। মেরি ওয়ার্ডের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ করে এদিন এই দুই নারী ধর্মীয় সংঘ একত্রে আত্মিক ও প্রাতিষ্ঠানিকভাবে একাঙ্গে পরিণত হল।

নতুন ঐক্যবদ্ধ কনগ্রেগাসিও জেসুর প্রায় ১,৮০০ সদস্য বিশ্বের প্রায় ৪০টিরও বেশি দেশে কর্মরত। তাঁরা মেরি ওয়ার্ডের ঐতিহ্য, ন্যায়, সহানুভূতি ও সেবার লক্ষ্যকে নতুন উদ্যমে ধারণ করছেন। এই মিলন যেন এক প্রতীক— যেখানে বিভাজন ও বৈষম্যকে সরিয়ে শান্তি, ন্যায় এবং ঐক্যের বার্তা প্রতিষ্ঠিত হয়। এই পথে, দুই সংঘের সদস্যরা তাঁদের অভিন্ন আহ্বানকে নতুনভাবে আবিষ্কার করেছেন— শিক্ষা, মানবাধিকার ও নারী ক্ষমতায়নের পাশাপাশি মানব পাচার বিরোধী সংগ্রামে তাঁদের অবদান এবং সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোয় যাঁদের অবদান বিশেষভাবে উল্লিখিত।

জেনারেল সুপিরিয়র সিস্টার ভেরোনিকা ফুরম্যান (সি জে) বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে মেরি ওয়ার্ডের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে— একটি ঐক্যবদ্ধ নারী সংঘ, যাদের সংবিধান যিশুর সংঘের আদলে। ইতিহাসের ধারায়, বিশেষত সাম্প্রতিক বছরগুলিতে, আমরা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছি। এই ঐক্য শুধুমাত্র আত্মিক নয়, প্রাতিষ্ঠানিকভাবেও এক অটুট বন্ধন।”

পূর্বতন আই বি ভি এম এর সিস্টার কারমেল সোর্ডস (সি জে) বলেন, “এক বিভক্ত বিশ্বে, আমরা খ্রিষ্টের শান্তি ও ঐক্যের সুসমাচারকে বাস্তবায়ন করতে একত্র হয়েছি। আত্মার অনুপ্রেরণায় আমরা নতুন উৎসাহে আমাদের মিশনে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি— একসঙ্গে আমরা আরও শক্তিশালী।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande