হাফলং কারাগার থেকে ফেরার প্রাক্তন ডিএনএলএ ক্যাডার বেতসিং জিডুং
হাফলং (অসম), ৫ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলা সদরে অবস্থিত হাফলং সাব-জেল থেকে পালিয়েছে উগ্ৰপন্থী সংগঠন ‘ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি’ (ডিএনএলএ)-র প্রাক্তন সক্রিয় ক্যাডার, বেতসিং জিডুং ওরফে জন ডিমাসা জিডুং। ঘটনা আজ মঙ্গলবার দুপুরের দিকে সংগঠিত
হাফলং কারাগার থেকে ফেরার প্রাক্তন ডিএনএলএ ক্যাডার বেতসিং জিডুং


হাফলং (অসম), ৫ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলা সদরে অবস্থিত হাফলং সাব-জেল থেকে পালিয়েছে উগ্ৰপন্থী সংগঠন ‘ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি’ (ডিএনএলএ)-র প্রাক্তন সক্রিয় ক্যাডার, বেতসিং জিডুং ওরফে জন ডিমাসা জিডুং। ঘটনা আজ মঙ্গলবার দুপুরের দিকে সংগঠিত হয়েছে।

প্ৰসঙ্গত, একটি ধর্ষণ-মামলায় কারাগারে সাজা ভোগ করছিল বেতসিং জিদুং। পলাতক কয়েদিকে ধরতে হাফলঙের সমস্ত সীমান্ত এলাকা সিল করে ব্যাপক তালাশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। জঙ্গল এলাকা সহ সম্ভাব্য সমস্ত জায়গায় নাকাপয়েন্ট গড়ে চিরুণি তালাশি চালিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande