
দক্ষিণ ২৪ পরগনা, ৫ নভেম্বর, (হি.স.): এসআইআর ও এনআরসি আতঙ্কে আবারও আত্মহত্যার অভিযোগ। এবার প্রাণ গেল ভাঙড়ের বাসিন্দার। বুধবার সকালে বাড়িতেই মিলেছে রফিক গাজি নামে এক ব্যক্তির দেহ। দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ। যান তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
অভিযোগ, এনআরসি-এসআইআর আতঙ্কেই নাকি চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
সূত্রের খবর, মৃতের নাম রফিক গাজি। ভাঙড়ের কাশীপুরের জয়পুরের বাসিন্দা তিনি। বুধবার সকালে ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়েই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল বিধায়ক শওকত। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরেই এনআরসি আতঙ্কে ভুগছিলেন রফিক। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর সেই ভয় আরও বাড়ে। ভিটেমাটি ছাড়তে হবে না তো? এনিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। দাবি, সেই আতঙ্কেই চরম সিদ্ধান্ত নিয়েছেন রফিক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত