পথদুর্ঘটনায় মৃত্যুর জেরে উত্তেজনা কুমারগঞ্জে
দক্ষিণ দিনাজপুর, ৫ নভেম্বর, (হি.স.): লরির নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রবল উত্তেজনা দেখা দেয় কুমারগঞ্জে। এলাকার বাসিন্দারা ঘাতক লরিটিকে ধরে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে দমকল, পুলিশ গেলে তাদেরও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ।
পথদুর্ঘটনায় মৃত্যুর জেরে উত্তেজনা কুমারগঞ্জে


দক্ষিণ দিনাজপুর, ৫ নভেম্বর, (হি.স.): লরির নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রবল উত্তেজনা দেখা দেয় কুমারগঞ্জে। এলাকার বাসিন্দারা ঘাতক লরিটিকে ধরে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে দমকল, পুলিশ গেলে তাদেরও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তির নাম রশিদুল মণ্ডল।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জের রামকৃষ্ণপুর বয়রাপাড়া এলাকায়। ইসরাইল এলাকায় বাড়ি রশিদুল মণ্ডলের। তিনি পেশায় কাঠুরে। অন্যান্য দিনের মতো বুধবার সকালে সহকর্মীদের সঙ্গে সাইকেল নিয়ে গাছ কাটার জন্য যাচ্ছিলেন তিনি। সেসময় পিছনের দিক থেকে একটি লরি সজোরে এসে সাইকেলে ধাক্কা দেয় বলে অভিযোগ।

সেই ধাক্কায় রাস্তাতেই ছিটকে পড়েন রশিদুল। সেসময় তাঁকে পিষে দেয় লরিটি। দুর্ঘটনা দেখে আশপাশের বাসিন্দারা ছুটে যান।

ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। এরপরেই উত্তেজিত জনতা ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। আগুন নেভাতে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। অভিযোগ, পুলিশ ও দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ চলে স্থানীয়দের।

আগুন নেভাতে গিয়ে বাধা পান দমকলকর্মীরা। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের পিছু হটানো হয়। কাজ শুরুর বেশ কিছু সময় পর ওই লরির আগুন নেভান দমকলকর্মীরা। ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে স্থানীয়রাই ওই চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘাতক লরি ও চালককে থানায় নিয়ে গিয়েছে

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande