
দক্ষিণ ২৪ পরগনা, ৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইটে কুলপি বিধানসভার যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে, তা ২০০২ সালের নয়, ২০০৩ সালের ভোটার তালিকা রয়েছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে- ওই খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল ২০০৩ সালের ১ জানুয়ারি। আর এই ঘটনায় কুলপির বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।
ঘটনায় আতঙ্কিত কুলপির বাসিন্দারা। সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা এবং কেন্দ্রের বঞ্চনার কারণেই এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন- “সব বিধানসভা এলাকায় ২০০২ সালের ভোটার তালিকা পাওয়া গেলেও কুলপির ক্ষেত্রে কেন নেই ২০০২ সালের তালিকা?” যদিও মাস দুয়েক আগে যখন এস আই আর নিয়ে ২০০২ সালের ভোটার তালিকা খোঁজার কাজ চলছিল, তখনই কমিশন জানিয়েছিল ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই কুলপি বিধানসভার। সেই সমস্যা মেটাতে ২০০৩ সালের ভোটার তালিকা প্রকাশ করার কথাও ঘোষণা করা হয়েছিল। সেই মোতাবেক কুলপি বিধানসভার ক্ষেত্রে ২০০৩ সালের ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে ।
বিষয়টি প্রকাশ্যে আসতেই ময়দানে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল। কমিশনের তরফে আবারও জানানো হয়- ২০০২ সালের পূর্ণাঙ্গ তালিকার সঙ্গে ২০০৩ সালের খসড়া তালিকার কোনও ফারাক নেই।
তবুও কুলপিতে ২০০৩ সালের তালিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও প্রশ্ন বাড়ছে-আদৌ কি সব নাম, সব ভোটার তথ্য ঠিকভাবে ভোটার তালিকায় উঠবে প্রশ্ন কুলপির বাসীন্দাদের। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী হালদার, প্রনব হালদাররা বলেন, “ একে এই এস আই আর নিয়ে এক একজন এক একরকম কথা বলছেন। এলাকার মানুষ আমরা সকলেই ভয়ে আছি। তারপর সারা রাজ্যে ২০০২ সালের ভোটার তালিকা দেখে এস আই আর হচ্ছে, আমাদের সেই তালিকাই নাকি পাওয়া যাচ্ছে না। জানিনা কি হবে? আমরা আতঙ্কিত ও বিভ্রান্ত হয়ে আছি।”
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা