পতন শেয়ার বাজারে, নিম্নমুখী সেনসেক্স নিফটি
মুম্বই, ১ ডিসেম্বর (হি. স.): সোমবার বাজার খুলেই বড় অঙ্কের বৃদ্ধি হয়েছিল সেনসেক্স ও নিফটির। এর জেরে এই দুই বেঞ্চমার্ক ইনডেক্স নতুন উচ্চতায় উঠেছিল। যা দেখে আশায় বুক বেঁধেছিলেন লগ্নিকারীরা। কিন্তু এই বৃদ্ধির ধারা বাজার বন্ধ অবধি স্থায়ী হয়নি। বেলা ১২
শেয়ার বাজার


মুম্বই, ১ ডিসেম্বর (হি. স.): সোমবার বাজার খুলেই বড় অঙ্কের বৃদ্ধি হয়েছিল সেনসেক্স ও নিফটির। এর জেরে এই দুই বেঞ্চমার্ক ইনডেক্স নতুন উচ্চতায় উঠেছিল। যা দেখে আশায় বুক বেঁধেছিলেন লগ্নিকারীরা। কিন্তু এই বৃদ্ধির ধারা বাজার বন্ধ অবধি স্থায়ী হয়নি। বেলা ১২টার পরে থেকেই ডাউন ফল শুরু হয় বাজারে। এর জেরে সপ্তাহের প্রথম সেশনে লাল থাকল সেনসেক্স ও নিফটি৫০-র গ্রাফ।

সোমবার নিফটি৫০ কমেছে ২৭.২১ পয়েন্ট বা ০.১০ শতাংশ। এর পতনের জেরে নিফটি৫০ থাকল ২৬ হাজার ১৭৫ পয়েন্টে। সেনসেক্স সোমবার কমেছে ০.০৭ শতাংশ বা ৬৪ পয়েন্ট। এই পতনের পরে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৮৫ হাজার ৬৪১ পয়েন্টে। সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি মিড ক্যাপ ইনডেক্সের পতন হয়েছে ০.১৯ শতাংশ। কিন্তু স্মল ক্যাপ ইনডেক্স খুব সামান্য (০.০৫ শতাংশ) বেড়েছে। এদিকে, ধাতু, আইটি, মূলধনী পণ্য, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এবং প্রযুক্তি সূচকগুলিও লাভের সাথে বন্ধ করতে সক্ষম হয়েছে। এদিকে, স্বাস্থ্যসেবা, ওষুধ এবং রিয়েলটি সেক্টরের শেয়ারগুলি বিক্রির সময় চাপের সম্মুখীন হতে থাকে। তাছাড়া, ব্যাংকিং, ভোগ্যপণ্য, এফএমসিজি এবং তেল ও গ্যাস সূচকগুলিও লোকসানের সাথে বন্ধ হয়েছে।

এদিন শেয়ার বাজারে দুর্বলতা থাকা সত্ত্বেও, বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত লাভবান হয়েছেন। এদিনের জকের লেনদেনের পর বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ৪৭৪.৪৮ লক্ষ কোটি টাকা (অস্থায়ী) বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের শেষ ট্রেডিং দিন শুক্রবার, তাদের বাজার মূলধন ছিল ৪৭৪.৩৫ লক্ষ কোটি টাকা। এদিনের লেনদেন থেকে বিনিয়োগকারীরা এইভাবে প্রায় ১৩,০০০ কোটি টাকা লাভ করেছেন।

এর পাশাপাশি ডলারের সাপেক্ষে টাকার দামে ব্যাপক পতন হয়েছে। এর জেরে রেকর্ড লো-তে নেমেছে ভারতীয় মুদ্রা। রুপি-র অবনমনের প্রভাবও শেয়ার বাজারে পড়েছে। এছাড়াও এশিয়ার অধিকাংশ বাজারের পতন হয়েছে সোমবার। যার নেতিবাচক প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande