
মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.): বলিউড অভিনেতা সানি দেওল অভিনীত ছবি বর্ডার মুক্তি পেয়েছিলো ১৯৯৭ এ। মুক্তির পর তা মন ছুঁয়েছিল আপামর দর্শকদের। তবে এবার , প্রায় তিন দশক পর আসতে চলেছে ছবির সিক্যুয়েল বর্ডার-২। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে গায়ক দিলজিৎ দোসাঞ্জকে। সোমবার সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবির প্রথম লুক। ছবির পোস্টারে দিলজিৎকে দেখা গেলো এক অন্য রূপে। ছবিতে রয়েছেন সানি দেওল , বরুন ধাওয়ান , আহান শেঠি, সোনম বাজওয়া, মেধা রানা এবং মোনা সিং এর মতো এক ঝাঁক তারকা। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ জানুয়ারি।
ছবিটির প্রযোজনা করেছেন ভূষণ কুমার এবং জেপি দত্ত যৌথভাবে। তাদের তরফ থেকেই ঘোষণা করা হয়েছে যে ২৩ জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবি। সমাজ মাধ্যমে এখন আলোচনার শীর্ষে ছবির পোস্টার। দর্শকদের মধ্যেও তৈরী হচ্ছে উত্তেজনা। দেশপ্রেমের আবেগ ও ভরপুর অ্যাকশন মন জয় করবে দর্শকদের , এমনটাই আশা রাখছেন পরিচালক ও প্রযোজক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক