সন্দেশখালিতে পথদুর্ঘটনায় মৃত্যু ২ জনের
উত্তর ২৪ পরগনা, ১০ ডিসেম্বর, (হি.স.): গাড়ি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল দু’জনের। দুর্ঘটনায় জখম হয় আরও কয়েকজন। বুধবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সন্দেশখালির ন্যাজাটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, কলকাতা-বাস
সন্দেশখালিতে পথদুর্ঘটনায় মৃত্যু ২ জনের


উত্তর ২৪ পরগনা, ১০ ডিসেম্বর, (হি.স.): গাড়ি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল দু’জনের। দুর্ঘটনায় জখম হয় আরও কয়েকজন। বুধবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সন্দেশখালির ন্যাজাটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, কলকাতা-বাসন্তী হাইওয়ের ন্যাজাট থানার কাছে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে একটি প্রাইভেট গাড়ি যাচ্ছিল। উলটো দিক দিয়ে একটি ট্রাক আসে। দুটি গাড়ির গতিবেগই বেশি ছিল বলে প্রাথমিক অনুমান। ফলে কোনওভাবেই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে গাড়ির সামনের দিক সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই গাড়িতে থাকা দু’জন। শুধু তাই নয় গাড়িতে থাকা আরও কয়েকজনও গুরুতর জখম হন। আওয়াজ শুনে আশপাশ থেকে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায়।

দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে মৃত বলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকিরা ওই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ন্যাজাট থানার পুলিশ হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে যায়।

দুর্ঘটনার পর রাস্তায় যানজট দেখা দিয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande