
মুর্শিদাবাদ, ১০ ডিসেম্বর (হি.স.): ২৫টি সকেট বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার ডোমকলের মেহেদিপাড়া থেকে ওই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। বম্ব স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে সেগুলি নিষ্ক্রিয় করার জন্য।
এছাড়াও, মুর্শিদাবাদে রানিতলা থানার বাড়িয়ানগর এলাকার একটি পুকুর থেকে প্রায় ৩০টি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে রানিতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে বোমাগুলো দেখতে পায়। পুলিশ মোতায়েন করে পাহারায় রাখা হয় বোমাগুলি। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ