
শিলিগুড়ি, ১০ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার মৌলানীর আমবাড়ি হাট এলাকায় বিশেষ নাকা তল্লাশি চলছিল। সেই সময়ই পিস্তল সহ এক ব্যক্তিকে ধরে এসএসবি এর ৪১ নম্বর ব্যাটলিয়নের জওয়ানেরা।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর থেকে ফাঁসিদেওয়ায় এসে এই পিস্তল ও এক রাউন্ড কার্তুজ নিয়ে এসে তা হাতবদলের ছক ছিল ধৃতের। ধৃত রাজাবুল মহম্মদ নামে ওই ব্যক্তি ইসলামপুরের রামগঞ্জের বাসিন্দা। পরে ধৃতকে ফাঁসিদেওয়া থানায় তুলে দেয় এসএসবি। ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে ওই ব্যক্তি জড়িত ছিল বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি