প্রতিবেশী ছাত্রকে অতর্কিত হামলা, ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ যুবকের
উত্তর ২৪ পরগনা, ৯ ডিসেম্বর (হি.স.): নৈহাটিতে মঙ্গলবার রাতে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মারে প্রতিবেশী এক যুবক। পুলিশ তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম শুভ মজুমদার। কিন্তু আক্রমণের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। গ্রেফতার হওয়া যুবকের
প্রতিবেশী ছাত্রকে অতর্কিত হামলা, ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ যুবকের


উত্তর ২৪ পরগনা, ৯ ডিসেম্বর (হি.স.): নৈহাটিতে মঙ্গলবার রাতে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মারে প্রতিবেশী এক যুবক। পুলিশ তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম শুভ মজুমদার। কিন্তু আক্রমণের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। গ্রেফতার হওয়া যুবকের বাড়ির সদস্যদের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। আক্রান্ত কিশোর হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা গুরুতর বলে খবর।

পুলিশ সূত্রে খবর, নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত বোরা কালীতলা এলাকার বাসিন্দা ওই যুবক। ওই এলাকারই বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র দেবাংশু সরকার। শুভ সরকার ওই কিশোরকে পাকড়াও করেছিলেন। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে পরপর কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পড়ে গিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্র।

অতর্কিত ওই হামলায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কোনওরকমে ওই কিশোরকে হামলাকারীর হাত থেকে উদ্ধার করা হয়। সেই সুযোগে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। রক্তাক্ত ওই ছাত্রকে দ্রুত নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে ভর্তি রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ছাত্রের বাড়ি থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। রাতে এলাকারই একটি বাগান থেকে ওই যুবককে ধরে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত কিশোরের পরিবার। ধৃত যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুভ মজুমদার মানসিক ভারসাম্যহীন। কিন্তু তিনি অস্ত্র পেলেন কোথা থেকে? সেই প্রশ্নও উঠেছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande