
সিডনি, ১৪ ডিসেম্বর (হি.স.): সিডনির ভিড়ে ঠাসা বন্ডাই সৈকতে রবিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) চলল এলোপাথাড়ি গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। আহত দুই পুলিশকর্মী-সহ প্রায় ১২ জন। পুলিশের গুলিতে নিহত এক আততায়ী। অন্য এক আততায়ীকে হেফাজতে নেওয়া হয়েছে।
ওই এলাকা থেকে লোকজনকে দূরে থাকতে বলা হয়েছে। ইহুদিদের হানুক্কাহ্ উদ্যাপনকেই নিশানা করেছিল আততায়ীরা। অস্ট্রেলিয়া পুলিশ এই ঘটনাকে সন্ত্রাস হামলা বলে উল্লেখ করেছে। সৈকতে বাচ্চাদের পার্কের কাছে হানুক্কাহ উৎসব পালন করা হচ্ছিল। সেখানে ইহুদিদের লক্ষ্য করেই চলে গুলি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। তিনি জানিয়েছেন, নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ারের (এই প্রদেশের অন্তর্গত সিডনি) সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। পুলিশ নিজের কাজ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ