
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক পরিচয় ব্যবস্থা হ’ল – আধার। প্রায় ১৩৪ কোটি দেশবাসীর এখন আধার কার্ড রয়েছে। ১৬ হাজার কোটিরও বেশি ক্ষেত্রে আধার কার্ড ব্যবহারের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়েছে।
আধার কার্ডের তথ্যকে সুরক্ষিত রাখতে বহুস্তরীয় ব্যবস্থা রাখা হয়েছে। এতে উন্নত প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। ভারতে আধার কার্ড প্রদানের দায়িত্ব রয়েছে – ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)-র হাতে। এখনও পর্যন্ত আধার কার্ডের মাধ্যমে কোনও রকমের গোপন তথ্য ফাঁস হয়নি।
আজ লোকসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ।
বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ