স্যোশাল মিডিয়া থেকে ওটিটি প্ল্যাটফর্ম: অশ্লীলতা, ভুয়ো তথ্য এবং অনলাইন সাইবার অপরাধ দমনে সরকার কঠোরভাবে দায়বদ্ধতা সুনিশ্চিত করছে, তথ্য পেশ লোকসভায়
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): মহিলা ও শিশু সহ ব্যবহারকারীদের জন্য এক মুক্ত, নিরাপদ, বিশ্বস্ত ও দায়বদ্ধ ইন্টারনেট পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন নীতি প্রণয়ন করেছে। ভারতে ইন্টারনেট যাতে কোনো বেআইনি কনটেন্ট বা তথ্য পরিবেশন না করে বি
সংসদ


নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): মহিলা ও শিশু সহ ব্যবহারকারীদের জন্য এক মুক্ত, নিরাপদ, বিশ্বস্ত ও দায়বদ্ধ ইন্টারনেট পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন নীতি প্রণয়ন করেছে।

ভারতে ইন্টারনেট যাতে কোনো বেআইনি কনটেন্ট বা তথ্য পরিবেশন না করে বিশেষত, অশ্লীল বিষয়বস্তু যাতে পরিবেশিত না হয়, সরকার তা সুনিশ্চিত করতে দৃঢ় সংকল্পবদ্ধ।

ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে বেআইনী কনটেন্টের মোকাবিলায় আইনি কাঠামো

তথ্য প্রযুক্তি আইন ২০০০

ডিজিটাল পরিসরে বেআইনী ও ক্ষতিকর কনটেন্টের মোকাবিলায় তথ্য প্রযুক্তি আইন এবং তথ্য প্রযুক্তি (অন্তর্বর্তী নির্দেশিকা ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) নিয়মাবলী ২০২১-এর আওতায় কঠোর সংস্থান রয়েছে।

গোপনীয়তা লঙ্ঘন (ধারা ৬৬ই), অশ্লীল বা যৌন আবেদনমূলক কনটেন্ট প্রকাশের মতো বিভিন্ন সাইবার অপরাধের জন্য তথ্য প্রযুক্তি আইনে কঠোর শাস্তির সংস্থান রয়েছে।

এই আইন এই সম্পর্কিত অপরাধের তদন্ত করার অধিকার পুলিশকে দেয় (ধারা ৭৮)। তদন্তের জন্য তল্লাশি চালানোর এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করার ক্ষমতা (ধারা ৮০) পুলিশের রয়েছে।

তথ্য প্রযুক্তি (অন্তর্বর্তী নির্দেশিকা ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) নিয়মাবলী ২০২১

এই আইনের আওতায় কোনো বিষয়বস্তু অশ্লীল, গোপনীয়তা লঙ্ঘনকারী, শিশুদের পক্ষে ক্ষতিকারক, ভুয়ো, বেআইনী বা জাতীয় সুরক্ষার পক্ষে বিপজ্জনক হলে তা প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়।

মধ্যসত্ত্বভোগীরা ব্যবহারকারীদের স্পষ্টভাবে এই ধরনের বেআইনি কনটেন্টস দেখার ফল সম্পর্কে জানাবেন।

বেআইনি কনটেন্ট থাকলে মধ্যসত্ত্বভোগীদের দ্রুত ব্যবস্থাগ্রহণ করতে হবে।

মধ্যসত্ত্বভোগীরা অভিযোগ নিষ্পত্তির জন্য আধিকারিক নিয়োগ করবেন। বেআইনী কনটেন্টের অভিযোগ পেলে ৭২ ঘণ্টার মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

তাঁদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা না নেওয়া হলে ব্যবহারকারীরা অনলাইনে www.gac.gov.in অভিযোগ জানাতে পারেন।

মধ্যসত্ত্বভোগীরা সরকারি সংস্থাগুলিকে প্রয়োজনীয় তথ্য জানাতে বাধ্য থাকবেন।

মধ্যসত্ত্বভোগীরা কর্তব্যপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩

ভারতীয় ন্যায় সংহিতাতে অনলাইন অপরাধ, অশ্লীলতা, ভুয়ো তথ্য এবং অন্যান্য সাইবার অপরাধের মোকাবিলায় সুনির্দিষ্ট সংস্থান রয়েছে।

লোকসভায় আজ নিশিকান্ত দুবের এক প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান এই তথ্য জানিয়েছেন।

বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande