
ইন্দোর, ১৭ ডিসেম্বর (হি.স.): এনআরআই ফোরামের উদ্যোগে এনআরআই মহাপর্বের চতুর্থ সংস্করণের সূচনা হয়েছে। এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে বিশ্বের ২৭টি দেশ থেকে ২২০ জনেরও বেশি প্রবাসী ভারতীয় ইন্দোরে এসে পৌঁছেছেন।
ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গবের সভাপতিত্বে যশবন্ত ক্লাবে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানের সূচনালগ্নে এনআরআই অতিথিদের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ভারতীয় খেলাধুলার। গুল্লি-ডান্ডা, কবাডি, ঘুড়ি ওড়ানো, লাট্টু খেলার মতো দেশীয় খেলায় উৎসাহের সঙ্গে অংশ নেন প্রবাসীরা। মেয়র পুষ্যমিত্র ভার্গব নিজেও অতিথিদের সঙ্গে খেলায় অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন।
খেলাধুলার পাশাপাশি অতিথিরা ইন্দোরের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করেন। পোহা-জিলিপি সহ নানা স্থানীয় খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। হংকং, সুইডেন, জাপান, মার্কিন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দুবাই, আমেরিকা, স্পেন, শারজাহ ও জার্মানি সহ একাধিক দেশ থেকে আগত প্রবাসীরা এই মহাপর্বে অংশ নেন।
এই উপলক্ষে মেয়র পুষ্যমিত্র ভার্গব জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী ভারতীয়দের ইন্দোরে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা এবং শহরের উন্নয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি, এই মঞ্চের মাধ্যমে প্রবাসী ইন্দোরের ভূমিপুত্ররা আন্তর্জাতিক সাফল্য ও সমাজের প্রতি তাঁদের অবদানের দিকটি তুলে ধরা হচ্ছে।
এনআরআই মহাপর্বের অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যায় ডেলি কলেজ প্রাঙ্গণে আছে বিজনেস সামিট। সেখানে ইন্দোরের ভবিষ্যৎ উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেয়র ভার্গব দেওয়া এক বার্তায় জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত ইন্দোরের প্রতিভাবান মানুষজন তাঁদের কাজের মাধ্যমে শহরের নাম উজ্জ্বল করেছেন। প্রবাসী ইন্দোরের ভূমিপুত্রদের একত্রিত করার লক্ষ্যেই প্রতি বছর এনআরআই সমিটের আয়োজন করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য