
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এবং পারমাণবিক শক্তির ব্যবহার আরও বিস্তৃত করার লক্ষ্যে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল বুধবার লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি অংশীদারদের অংশগ্রহণের পথ খুলে যাবে এবং বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য, শিল্প ও গবেষণাক্ষেত্রেও এর ব্যবহার বাড়ানো হবে।
পারমাণবিক শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং এদিন লোকসভায় ‘ভারত রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির টেকসই ব্যবহার ও বিকাশ বিল, ২০২৫’, যা ‘শান্তি বিল’ নামেও পরিচিত, তা আলোচনা ও পাশের জন্য পেশ করেন।
বিলটি নিয়ে দীর্ঘ আলোচনার শেষে জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেন, এই বিলের মূল উদ্দেশ্য হল ভারতের পারমাণবিক শক্তি সংক্রান্ত আইনকে আধুনিক করা এবং এই ক্ষেত্রকে আরও সহজলভ্য করে তোলা। তিনি জানান, এটি সম্পূর্ণ নতুন কোনও বিল নয়, বরং বিদ্যমান আইনের কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের মাধ্যমেই দেশের উন্নয়ন যাত্রাকে নতুন দিশা দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন, কয়েকটি বিরোধী দল বিলটি সম্পূর্ণ না পড়েই এর বিরোধিতা করছে। তাঁর কথায়, সরকার স্পষ্ট নীতির মাধ্যমে বেসরকারি অংশীদারদের উপযুক্ত দায়িত্ব প্রদান করছে।
উল্লেখ্য, এই বিল আইনে পরিণত হলে পারমাণবিক শক্তি আইন, ১৯৬২ এবং পারমাণবিক ক্ষতির জন্য নাগরিক দায়িত্ব আইন, ২০১০-এর স্থলাভিষিক্ত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য