
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): দেশের সমবায় ক্ষেত্রকে আরও স্বচ্ছ ও সুসংহত করতে জাতীয় সমবায় ডাটাবেস (এনসিডি) প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বুধবার রাজ্যসভায় জানান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় তৈরি এই ডাটাবেসে বর্তমানে দেশের ৮.৪ লক্ষেরও বেশি সমবায় সমিতির বিস্তারিত তথ্য একক প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে। এই ডাটাবেস ২০২৪ সালের ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জানান, এনসিডি পোর্টালের মাধ্যমে দেশের ৮.৪ লক্ষেরও বেশি সমবায় সমিতির বিস্তারিত তথ্য একক প্ল্যাটফর্মে উপলব্ধ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই ডাটাবেস নিয়মিত আপডেট করা হচ্ছে এবং এতে নতুন ডেটা সেট ও সুবিধা যুক্ত করা হচ্ছে। এনসিডির মূল লক্ষ্য দেশজুড়ে সমবায় সমিতি সংক্রান্ত একটি বিস্তৃত ও সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলা।
অমিত শাহ জানান, জাতীয় সমবায় ডাটাবেস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এবং সমবায় মন্ত্রকের ওয়েবসাইটে এটি দেখা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য