২০২৬ সালের মধ্যেই দেশজুড়ে টোল আদায়ের নতুন ব্যবস্থা চালু হবে: গড়করি
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বুধবার সংসদে জানিয়েছেন, ২০২৬ সালের শেষের মধ্যে দেশজুড়ে জাতীয় সড়কগুলিতে মাল্টি-লেন ফ্রি ফ্লো (এমএলএফএফ) টোল ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থা কার্যকর হলে টোল প্লাজায় ন
২০২৬ সালের শেষের মধ্যে দেশজুড়ে টোল আদায়ের নতুন ব্যবস্থা চালু হবে: গডকরি


নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বুধবার সংসদে জানিয়েছেন, ২০২৬ সালের শেষের মধ্যে দেশজুড়ে জাতীয় সড়কগুলিতে মাল্টি-লেন ফ্রি ফ্লো (এমএলএফএফ) টোল ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থা কার্যকর হলে টোল প্লাজায় না থেমেই ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার গতিতে যান চলাচল করতে পারবে।

রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ আদিত্য প্রসাদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানান, এমএলএফএফ ব্যবস্থায় টোল প্লাজায় কর্মীর প্রয়োজন হবে না। ক্যামেরার মাধ্যমে গাড়ির নম্বর শনাক্ত করে স্যাটেলাইটের মাধ্যমে কেন্দ্রীয় ব্যবস্থায় তথ্য পৌঁছবে এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। এর ফলে জ্বালানি সাশ্রয় হবে এবং যানজট কমবে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, দুর্ঘটনার এক ঘণ্টা পর অ্যাম্বুলেন্স পৌঁছনো অত্যন্ত দুঃখজনক। কেন্দ্র সরকার রাজ্যগুলিকে ১০০-১৫০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনা করছে। এগুলির পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের হাতে এবং শর্ত থাকবে দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছবে।তিনি এও বলেন, সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে সরকার দুটি উদ্যোগ নিয়েছে। প্রথমত, দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে পৌঁছে দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘রাহবীর’ ঘোষণা করে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয়ত, আহত ব্যক্তিকে যে হাসপাতালে নেওয়া হবে সেখানে অন্তত সাত দিন পর্যন্ত দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয় এনএইচএআই তহবিল থেকে বহন করা হবে।

মন্ত্রী জানান, জরুরি পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন আলাদা নম্বরের বদলে একটাই জরুরি নম্বর চালুর জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিপদের সময় দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande