
কাতার, ১৯ ডিসেম্বর(হি.স.): আরব কাপের ফাইনালে হল জমজমাট এক লড়াই। উজ্জীবিত ফুটবল খেলে জর্ডানকে হারিয়ে শিরোপা জিতল মরক্কো।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩-২ গোলে জিতেছে মরক্কো।
ওসামা তান্নানের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে শুরুতে সমতা ফেরানোর পর সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন আলি ওলওয়ান। শেষ দিকে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন আব্দেররাজ্জাক হামেদ-আল্লাহ।
এরপর আরব কাপে নিজেদের দ্বিতীয় শিরোপার উল্লাসে মাতে মরক্কো। ২০১২ সালে প্রথমবার ফাইনালে খেলে তারা জিতেছিল শিরোপা।
সামনে তাদের অপেক্ষায় আরেক বড় লড়াই। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সের ম্যাচে নামতে হবে তাদের। আরব কাপে শিরোপা জিতে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতিকে একটা বার্তা দিয়ে রাখল মরক্কো।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি