
লখনউ, ১৯ ডিসেম্বর(হি.স.): লখনউতে কুয়াশার কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বৃহস্পতিবার উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) দর্শকদের টিকিটের পুরো মূল্য ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি, কিন্তু একানা স্টেডিয়ামে ঘন ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় রাত দশটায় তা বাতিল করা হয়।
ইউপিসিএ-র সচিব প্রেম মনোহর গুপ্ত এক বিজ্ঞপ্তিতে বলেছেন, “অনলাইনে টিকিট বুক করা দর্শকরা তাদের মূল অর্থপ্রদানের মাধ্যমে টিকিটের পরিমাণ ফেরত পাবেন।”
রিফান্ড-সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলি নিবন্ধিত ইমেল ঠিকানাগুলিতে পাঠানো হবে। টিকিটধারীদের আরও আপডেটের জন্য নিয়মিত তাদের ইমেলগুলি পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
যারা অফলাইনে টিকিট কিনেছেন তারা ২০, ২১ এবং ২২ ডিসেম্বর, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটে অবস্থিত বক্স অফিস থেকে তাদের টাকা ফেরত নিতে পারবেন।
অফলাইন টিকিটধারীদের অবশ্যই ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে এবং তাদের নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করতে হবে: যাচাইয়ের জন্য আপনার আসল টিকিট এবং সরকারি পরিচয়পত্রের একটি কপি বহন করতে হবে।
গ্রাহকরা তাদের ব্যাংকের বিবরণ সহ উপরের সমস্ত তথ্য জমা দেবেন। কাউন্টারে প্রদত্ত রিফান্ড ফর্মটি প্রাসঙ্গিক এবং নির্ভুল বিবরণ সহ পূরণ করুন। যাচাইয়ের জন্য পূরণ করা ফর্মের সঙ্গে আসল টিকিট জমা দিন। সফল যাচাইয়ের পরে, রিফান্ড ফর্মে প্রদত্ত বিবরণ অনুসারে রিফান্ড সরাসরি সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে প্রক্রিয়া করা হবে। জমা দেওয়া নথি এবং তথ্য যথাযথভাবে যাচাই করার পরেই রিফান্ড শুরু করা হবে।
শুক্রবার আহমেদাবাদে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি