
ইসলামাবাদ, ২ ডিসেম্বর (হি. স.) : পাকিস্তানে গত নভেম্বর জুড়ে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। মঙ্গলবার থিঙ্ক ট্যাঙ্ক ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (পিআইসিএস)–এর রিপোর্ট বলছে, সরকারবিরোধী হিংসা ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে মোট ২৯২ জন নিহত হয়েছে । আহত ১৬৪।
বিশ্লেষণ অনুযায়ী, অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে জঙ্গি হামলা বেড়েছে , নাগরিকের মৃত্যু ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেনা–পুলিশের ক্ষয়ক্ষতি ৬৫ শতাংশ কমেছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে ২০৬ জনই জঙ্গি। আহতদের মধ্যে ৮৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৬৭ সাধারণ নাগরিক। নভেম্বরেই চারটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। অক্টোবরে ছিল মাত্র একটি। এই চার ঘটনায় প্রাণ যায় ৩১ জনের।
সবচেয়ে বেশি অশান্ত ছিল খাইবার পাখতুনখোয়া। থিঙ্ক ট্যাঙ্কের দাবি, জানুয়ারি–নভেম্বর ২০২৫ এই ১১ মাসে পাকিস্তানে বিভিন্ন সংঘর্ষ ও হিংসায় ৩,১৪৪ জন প্রাণ হারিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য