দ্য রাজা সাব -এ বোমান ইরানির নতুন লুক প্রকাশিত
মুম্বই, ২ ডিসেম্বর (হি. স.) : ভারতের বৃহত্তম ভৌতিক–কল্পনাধর্মী সিনেমা ‘দ্য রাজা সাব’–এর নির্মাতারা অভিনেতা বোমান ইরানির জন্মদিনকে বিশেষ করে তুলেছেন তাঁর চরিত্রের একটি নতুন লুক প্রকাশ করে। মঙ্গলবার প্রকাশিত পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দি
দ্য রাজা সাব -এ বোমান ইরানির নতুন লুক প্রকাশিত


মুম্বই, ২ ডিসেম্বর (হি. স.) : ভারতের বৃহত্তম ভৌতিক–কল্পনাধর্মী সিনেমা ‘দ্য রাজা সাব’–এর নির্মাতারা অভিনেতা বোমান ইরানির জন্মদিনকে বিশেষ করে তুলেছেন তাঁর চরিত্রের একটি নতুন লুক প্রকাশ করে। মঙ্গলবার প্রকাশিত পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে এবং ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে বাড়িয়েছে উন্মাদনা।

ছবিতে বোমান ইরানি একসঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ, সম্মোহনকারী এবং প্যারানরমাল তদন্তকারীর চরিত্রে অভিনয় করছেন। যা বুদ্ধিমত্তা, রহস্য এবং অতিপ্রাকৃত অনুসন্ধানের এক অনন্য সংমিশ্রণ। জন্মদিনে প্রকাশিত বিশেষ পোস্টারটিতে অন্ধকার পটভূমিতে হাতে লাঠি নিয়ে তাঁকে এমনভাবে দেখা যাচ্ছে যেন তিনি অদেখা এক রহস্যময় জগতের গভীরে প্রবেশ করেছেন। এতে ছবির মনস্তাত্ত্বিক দিকটির শক্তিশালী আভাস মিলেছে।

নির্মাতারা এই উপলক্ষে বোমান ইরানিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “যিনি বাস্তবতা ও অজানার মাঝখানে দাঁড়িয়ে আছেন… দ্য রাজা সাব দলের পক্ষ থেকে বোমান ইরানিকে জন্মদিনের শুভেচ্ছা।” পোস্টারটি শেয়ার করে প্রভাসও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “শুভ জন্মদিন বোমান ইরানি স্যার। সামনে দারুণ বছর কাটুক।”

প্রভাসের উপস্থিতি ও বোমান ইরানির গভীর, রহস্যময় চরিত্র সব মিলিয়ে ‘দ্য রাজা সাব’ ইতিমধ্যেই ২০২৬ সালের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় উঠে এসেছে। জন্মদিনে প্রকাশিত এই পোস্টারটি ছবির রহস্যময় জগতের প্রথম আনুষ্ঠানিক ঝলক হিসেবেই ধরা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande