
ঢাকা, ২০ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে হিন্দু যুবককে খুনের ঘটনায় গ্রেফতার সাত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টুইট করেছেন, ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাস (২৭)-কে পিটিয়ে হত্যার ঘটনায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্দেহভাজন হিসেবে সাতজনকে গ্রেফতার করেছে। ধৃত হল- মোঃ লিমন সরকার (১৯), মোঃ তারেক হোসেন, মোঃ মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মোঃ মিরাজ হোসেন আকন (৪৬)।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়।
শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ