ঘন কুয়াশা, চন্দ্রকোণায় দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস
পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর (হি.স.): দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস| সোমবার সকালে দুর্ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার বওড়া এলাকায়। ওই বাসটি পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ফিরছিল হুগলির কামারপুকুরে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়
ঘন কুয়াশা, চন্দ্রকোণায় দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস


পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর (হি.স.): দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস| সোমবার সকালে দুর্ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার বওড়া এলাকায়। ওই বাসটি পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ফিরছিল হুগলির কামারপুকুরে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় চন্দ্রকোনা-রামজীবনপুর রাজ্য সড়কের বওড়া এলাকায় রাস্তার পাশে থাকা ইলেকট্রিক খুঁটি ও ইলেকট্রিক ট্রান্সফর্মারে ধাক্কা মারে বাসটি। আহত ১২। আশঙ্কাজনক অবস্থা চার জনের।

সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। কুয়াশার কারণেই বাসের চালক রাস্তা দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিকের খুঁটি এবং ইলেকট্রিক ট্রান্সফর্মারে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ বাসটিকে ক্রেন দিয়ে টেনে উদ্ধার করেছে। ঘটনার পরে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পরে যান চলাচল স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande