নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের
মুর্শিদাবাদ, ২২ ডিসেম্বর (হি. স. ) : আগামী নির্বাচন অর্থাৎ ''২৬ এর বিধানসভা নির্বাচনে কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন হুমায়ুন কবীর। যে তালিকায় রয়েছে একাধিক হুমায়ুন কবীরের নাম! অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে ‘হুমায়ুন কবীরে’র স
নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের


মুর্শিদাবাদ, ২২ ডিসেম্বর (হি. স. ) : আগামী নির্বাচন অর্থাৎ '২৬ এর বিধানসভা নির্বাচনে কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন হুমায়ুন কবীর। যে তালিকায় রয়েছে একাধিক হুমায়ুন কবীরের নাম!

অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে ‘হুমায়ুন কবীরে’র সঙ্গে লড়াই করতে হবে শাসক-বিরোধী প্রার্থীদের। যা রীতিমতো চমক বলেই দাবি ‘জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যানের। শুধু তাই নয়, তালিকায় রয়েছেন এক হিন্দু প্রার্থীও।

এদিন হুমায়ুন কবীর জানান, আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি। দুই কেন্দ্র থেকে জয় পাবেন বলেই আত্মবিশ্বাসী প্রাক্তন তৃণমূল নেতা। তবে কেবল তিনি নন, বঙ্গ ভোটে ‘জনতা উন্নয়ন পার্টি’র হয়ে আরও হুমায়ুন কবীর লড়াই করবেন বলেও জানান।

তাঁর কথায়, রানিনগর বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন এক হুমায়ুন কবীর। যিনি পেশায় চিকিৎসক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। ’২৬ এর নির্বাচনে সেই হুমায়ুনকেই প্রার্থী করে চমক।

ভগবানগোলায় কে প্রার্থী করলেন সাসপেন্ড হওয়া বিধায়ক। যিনি একজন ব্যবসায়ী। পাশাপাশি নাম ঘোষণা না করলেও বীরভূম থেকে আরও এক হুমায়ুনকে প্রার্থী করা হবে বলেও এদিন জানিয়েছেন তিনি। সেই হুমায়ুন ইচ্ছাপ্রকাশ করেছেন।

এখন প্রশ্ন উঠতে পারে, একই দলে আচমকা কেন এত হুমায়ুন কবীর। সে উত্তরও দিয়েছেন খোদ ভরতপুরের বিধায়ক। তিনি জানিয়েছেন, হুমায়ুন কবীর মানেই ভাগ্যবান। অন্যদিকে ‘জনতা উন্নয়ন পার্টি’র হয়ে কয়েকজন হিন্দুও প্রার্থী হচ্ছেন। যার মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মনীষা পাণ্ডে এবং বালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন নিশা চট্টোপাধ্যায়।

এক নজরে দেখে নেওয়া যাক প্রার্থী তালিকা

১) ভরতপুর থেকে হুমায়ুন কবীর (দলনেতা)।

২) রেজিনগর থেকেও তিনি।

৩) খড়্গপুর গ্ৰামীণ কেন্দ্রে ইব্রা হাজি।

৪) মালদার বৈষ্ণবনগরে মুস্তারা বিবি।

৫) মুর্শিদাবাদ থেকে মনীষা পাণ্ডে।

৬) ভগবানগোলায় হুমায়ুন কবীর (ব্যবসায়ী)।

৭) রানিনগরেও আর এক হুমায়ুন কবীর।

৮) দক্ষিণ দিনাজপুরের হরিরাম বিধানসভায় ড: ওয়েদুল রহমান।

৯) কলকাতার বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায়

১০) ইছাপুর থেকে সিরাজুল মণ্ডল।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande