
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স. ) : “সবাই যদি ভয়ে গুটিয়ে যায়, তা হলে তো দেশটাই শেষ হয়ে যাবে। বাংলা না থাকলে, দেশটা থাকবে না। মাথায় রাখবেন।” সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের সঙ্গে বৈঠকে এভাবে সুর চড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি এবং কমিশনকে বিঁধে মমতা বলেন, “কলকাতা জেলা আগে অন্যরকম ছিল। আগে ১০০টি ওয়ার্ড ছিল। এখন ১৪৪টি। ২০০৯ সালে নির্বাচনী কেন্দ্রের সীমানার পুনর্বিন্যাস হয়েছিল। নির্বাচন কমিশন এক বারও কি ভেবেছেন? ভ্যানিশ কুমার বাবুরা… বিজেপির দালালেরা একবারও ভেবেছেন? বিএলও-দের নামে গালাগালি দেওয়ার আগে প্রশিক্ষণ দিয়েছিলেন?
মমতা বলেন, “পুরোটাই অপরিকল্পিত। বিজেপির কথায় বিজেপি কমিশন করেছেন। আমাকে আপনারা ক্যাঁচকলা করবেন। যত মামলা করবেন, করবেন। চাইলে গলাটাও কেটে নিতে পারেন। কিন্তু আমি মানুষের কথা বলব। কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে।”
মমতা বলেন, “আরও দেড় কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকাবাবুদের আবদার। হাত ঘোরালে নাড়ু পাব। নাড়ু নিয়ে ভোটে জিতব, নির্বাচন কমিশনকে কাজে লাগাব। আর বাংলাকে দখল করব, বাংলাকে অপমান করব, বাংলার ইতিহাস ভুলিয়ে দেব। নানান রকম চালাকি। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না।”
বিজেপিকে বিঁধে মমতা বলেন, “কর্মশ্রী আমাদের ছিল। ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়ে বলছে বাংলাকে জব্দ করবে। এত সস্তা! বাংলাকে জব্দ করার আগে তোমাদের স্তব্ধ করব।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত