ট্রাক্টর-ট্রলির ধাক্কায় মৃত বাইক আরোহী
মির্জাপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার জিগনা থানা এলাকার চাদেরু-চৌকাঠা গ্রামের রেলওয়ে ওভারব্রিজে রবিবার গভীর রাতে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাঁকে বারাণসীর ট্রমা সেন্টারে ভর্তি করা
ট্রাক্টর-ট্রলির ধাক্কায় মৃত বাইক আরোহী


মির্জাপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার জিগনা থানা এলাকার চাদেরু-চৌকাঠা গ্রামের রেলওয়ে ওভারব্রিজে রবিবার গভীর রাতে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাঁকে বারাণসীর ট্রমা সেন্টারে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর বিন্দ (৩৬)। তিনি বিন্ধ্যাচল থানা এলাকার কালনা গ্রামের ধেগুহান মাজরার বাসিন্দা। রবিবার রাতে ওভারব্রিজের নীচে দুর্ঘটনাগ্রস্ত একটি মোটরবাইক ও আরোহীকে দেখতে দাঁড়িয়েছিলেন উমাশঙ্কর। সেই সময় তিনি নিজের বাইক দাঁড় করানোর চেষ্টা করছিলেন। হঠাৎ পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর-ট্রলি তাঁকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে বারাণসীর ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়, সেখানে গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

এক পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর-ট্রলিটি আটক করা হয়েছে। ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande