শালবনিতে হাতির হামলায় জখম যুবক
পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর (হি.স.): হাতি দেখতে গিয়ে হাতির হামলায় জখম হলেন বছর তিরিশের এক যুবক। সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির টাঁকশাল সংলগ্ন চ্যাংশোল এলাকায়। মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের অধীন ওই এলাকাটি
শালবনিতে হাতির হামলায় জখম যুবক


পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর (হি.স.): হাতি দেখতে গিয়ে হাতির হামলায় জখম হলেন বছর তিরিশের এক যুবক। সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির টাঁকশাল সংলগ্ন চ্যাংশোল এলাকায়। মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের অধীন ওই এলাকাটি । ওই এলাকায় এ দিন সকালে হাতির একটি দল পৌঁছলে স্থানীয়রা এলাকায় ভিড় করেন। তারা চিৎকার চেঁচামেচি করে হাতিগুলিকে গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন। অনেকে উত্যক্তও করেন। পাল্টা হাতির আক্রমণে এক যুবক জখম হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ৬টি হাতির একটি দল ওই এলাকায় ঢোকে। হাতি দেখতে ভিড় করেন স্থানীয়রা। হাতিগুলিকে লোকালয় থেকে সরিয়ে গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন স্থানীয়রা। অভিযোগ, সেই সময়েই কয়েকজন স্থানীয় হাতিগুলিকে উত্যক্ত করার চেষ্টা করেন। হাতিগুলো তাঁদের দিকে তেড়ে যায়। পালাতে না পেরে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। স্থানীয়দের সহযোগিতায় বনকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে এখানেই চিকিৎসাধীন তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande