

আইজল (মিজোরাম), ২৬ ডিসেম্বর (হি.স.) : মিজোরামের নয় বছর বয়সি এসথার নামতে (হ্নামতে) শিল্পকলা ও সংস্কৃতি বিভাগে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের শিশুদের জন্য সর্বোচ্চ অসামরিক এই সম্মান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে গ্রহণ করে এসথার।
মাত্র চার বছর বয়সেই এআর রহমানের ‘মা তুঝে সালাম...‘ এবং জাতীয় সংগীতের আবেগঘন পরিবেশনার মাধ্যমে এসথার জাতীয় স্তরে নজর কেড়েছে। তাঁর এই গানগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সংগীতের মাধ্যমে জাতীয় ঐক্য তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতার প্রশংসা অর্জন করেছে হ্নামতে।
সারা দেশ থেকে মোট ১৬ জন শিশুকে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৫’-এ সম্মানিত করা হয়েছে। ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বীরত্ব, সমাজসেবা, পরিবেশ, খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কারপ্রাপ্ত শিশুদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের এই সাফল্য পরিবার, সমাজ এবং সমগ্র জাতির গর্ব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সম্মান দেশের সর্বত্র শিশুদের অনুপ্রাণিত করবে।
১৮ বছরের কম বয়সিদের অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজ ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়।
এসথার হ্নামতের এই সম্মান তাঁর পুরস্কারের তালিকায় আরেকটি উল্লেখযোগ্য সংযোজন। ২০২০ সালে মিজোরামের রাজ্যপালের কাছ থেকে বিশেষ শংসাপত্র লাভ করেছিল সে। এর পর ২০২১ সালে ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেড-এর পক্ষ থেকে ‘ইয়াং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড‘, একই বছরে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় নির্মিত ‘জন গণ মন...’ সংগীত ভিডিওর জন্য রাজ্যের গায়কদের সংগঠন মিজো জাইমি ইনজাওমখাওম তাঁর হাতে একটি ‘নন-নেটিভ অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস