সোশ্যাল মিডিয়ায় সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে প্রকৃত পরাক্রমীর লক্ষণ কীরকম হওয়া উচিৎ, সেই বিষয়ে ধারণা দেওয়া আছে। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে এক বার্তায় প্রধানমন্
সোশ্যাল মিডিয়ায় সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে প্রকৃত পরাক্রমীর লক্ষণ কীরকম হওয়া উচিৎ, সেই বিষয়ে ধারণা দেওয়া আছে।

সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন,

বন্ধনং মরণং ওয়াপি জয়ো ওয়াপি পরাজয়ঃ।

উভযত্র সমো বীরঃ বীরভাবো হি বীরতা।”

এই সুভাষিতমের অর্থ, বন্দি থাকার সময় বা মৃত্যুমুখে যখন কেউ পতিত হন, জয় অথবা পরাজয়ের সময় — প্রকৃত পরাক্রমী যে কোন পরিস্থিতিতে অবিচলভাবে সাহসিকতার পরিচয় দিয়ে থাকেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande