প্রধানমন্ত্রী দিল্লিতে সভাপতিত্ব করবেন মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। কেন্দ্র-রাজ্য অংশীদারিত্বকে মজবুত করার ক্ষেত্রে এই সম্মেলন অন্যতম মাইলফলক হয়ে উঠতে চলেছে। উল্লেখ্য, ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। কেন্দ্র-রাজ্য অংশীদারিত্বকে মজবুত করার ক্ষেত্রে এই সম্মেলন অন্যতম মাইলফলক হয়ে উঠতে চলেছে। উল্লেখ্য, ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনের এই সম্মেলনে উন্নয়নের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সম্মেলনে শিক্ষা ব্যবস্থাকে মজবুত করা, উন্নত দক্ষতা প্রশিক্ষণ এবং ভবিষ্যতের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করা হবে। ৬টি বিশেষ অধিবেশনে প্রশাসনিক কাজে প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত, বিগত ৪ বছর ধরে মুখ্যসচিবদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। জুন, ২০২২-এ ধরমশালায় প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর পরের ৩টি সম্মেলন অনুষ্ঠিত হয় দিল্লিতে। সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবরা ছাড়াও পদস্থ আধিকারিকরা যোগ দেবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande