শিশুদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার দিল্লিতে শিশুদের রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। সাহসিকতা, সমাজসেবা, পরিবেশ, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অনন্যসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এই
শিশুদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার দিল্লিতে শিশুদের রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। সাহসিকতা, সমাজসেবা, পরিবেশ, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অনন্যসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই পুরস্কারের মাধ্যমে শিশুরা তাদের পরিবার এবং গোটা দেশকে গর্বিত করেছে। এই পুরস্কার দেশের শিশুদের প্রেরণা যোগাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রায় ৩২০ বছর আগে দশম শিখ গুরু গোবিন্দ সিং জি এবং তাঁর চার সন্তান ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়িয়ে চরম বলিদানের পথ বেছে নিয়েছিলেন। তিনি বলেন, দেশের গৌরব তখনই বৃদ্ধি পায়, যখন তার সন্তানরা দেশাত্মবোধ এবং উচ্চ আদর্শকে তুলে ধরে। পুরস্কার প্রাপকদের নাম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ৭ বছরের বাকা লক্ষ্মী প্রজ্ঞানিকাকে বর্তমানে আন্তর্জাতিক দাবার মঞ্চে অত্যন্ত প্রতিভাবান হিসেবে বিবেচনা করা হয়। অজয় রাজ এবং মহম্মদ সিদান পি তাদের সাহস এবং বুদ্ধিমত্তার মাধ্যমে অন্যের জীবন বাঁচিয়েছে। অন্যদিকে, ৯ বছরের কন্যা ভায়োমা প্রিয়া এবং ১১ বছরের সাহসী সন্তান কমলেশ কুমার অন্যের জীবন রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। অপারেশন সিঁদুরের সময় জীবনের ঝুঁকি নিয়ে তার বাড়ির কাছে মোতায়েন থাকা ভারতীয় সেনাদের নিয়মিত জল, দুধ এবং লস্যি সরবরাহ করে গেছে ১০ বছরের শ্রবণ সিং। এই সাহসী এবং প্রতিভাবান শিশুরা তাদের ভালো কাজ অব্যাহত রাখবে এবং ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল করবে বলে আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande