
ঢাকা, ২৯ ডিসেম্বর (হি.স.): তালিবান সরকারের এক শীর্ষস্থানীয় কর্মকর্তার ঢাকা সফর নিয়ে চর্চা তুঙ্গে। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, নিঃশব্দে বাংলাদেশ সফর করছেন আফগানিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক (ডিজি) মোল্লা জাওয়ান্দি। গত সপ্তাহ থেকে রাজধানীর উপকণ্ঠে নাগরিক সমাজের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, মোল্লা জাওয়ান্দির সফর সম্পর্কে তাঁদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে জাওয়ান্দির কার্যক্রমের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন তাঁরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানান, সরকারকে জানিয়ে মোল্লা জাওয়ান্দি বাংলাদেশে এসেছেন– এমন তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। যোগাযোগ করলে বাংলাদেশের আফগান দূতাবাসও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।
উল্লেখ্য, তালিবান সরকারের এশিয়া বিষয়ক নীতিনির্ধারণে মোল্লা জাওয়ান্দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করা হয়। সূত্রের দাবি, বাংলাদেশে ‘বিশেষ সফরে’ তিনি খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হক সহ ঢাকার কয়েকজন রাজনীতিক ও শিক্ষাবিদের সঙ্গে বৈঠক করেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ