নভেম্বরে রেলে অনিয়মে ২০১২৭টি মামলা, জরিমানা আদায় ১.৪১ কোটি টাকারও বেশি
কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.): পূর্ব রেলওয়ের মালদা বিভাগ নভেম্বর জুড়ে নিবিড় টিকিট-পরীক্ষা অভিযান এবং সচেতনতা প্রচারণা চালানো হয়েছিল। টিকিটবিহীন ভ্রমণ এবং অনিয়মের মোট ২০,১২৭টি ঘটনা সনাক্ত করা হয়েছে। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে প্রায় ১,৪১,৯৮,
নভেম্বরে রেলে অনিয়মে ২০১২৭টি মামলা, জরিমানা আদায় ১.৪১ কোটি টাকারও বেশি


কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.): পূর্ব রেলওয়ের মালদা বিভাগ নভেম্বর জুড়ে নিবিড় টিকিট-পরীক্ষা অভিযান এবং সচেতনতা প্রচারণা চালানো হয়েছিল। টিকিটবিহীন ভ্রমণ এবং অনিয়মের মোট ২০,১২৭টি ঘটনা সনাক্ত করা হয়েছে। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে প্রায় ১,৪১,৯৮,৫০৭/- টাকা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে, রেল তার এক্তিয়ার জুড়ে সুশৃঙ্খল, নীতিবান এবং যাত্রী-বান্ধব ভ্রমণ প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাণিজ্যিক পরিদর্শক, টিকিট চেকিং স্টাফ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কর্মীরা প্রধান স্টেশন এবং চলন্ত ট্রেনগুলিতে এইসব পরীক্ষা ব্যাপকভাবে চালায়।

জনাকীর্ণ স্টেশন এবং ট্রেনগুলিতে টিকিট-পরীক্ষা কার্যক্রম জোরদার করা হচ্ছে, যাতে মসৃণ ওঠানামা এবং সুশৃঙ্খল ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা যায়। আইন প্রয়োগের পাশাপাশি, যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করতে এবং বুকিং কাউন্টারে শেষ মুহূর্তের ভিড় এড়াতে সচেতন করার প্রস্তুতিও নিচ্ছে রেল কর্তৃপক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande