Invalid email address
हिन्दुस्थान समाचार बहुभाषी न्यूज एजेंसी एम-6, भगत सिंह मार्केट, गोल मार्केट, नई दिल्ली- 110001
(+91) 7701800342 / 7701802829
marketing@hs.news
03 Dec 2025
রামকৃষ্ণনগর (অসম), ৩ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ অসমের শ্রীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণনগর সমজেলার অধীন রাতাবাড়ি থানা এলাকার আনিপুরে উদ্ধার হয়েছে একটি ৭.৫৬ এমএম পিস্তল এবং ২২ গ্রাম মাদক ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে উত্তর ত্রিপুরার ..
বিশালগড়, ৩ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ বাজারের মোটর স্ট্যান্ডে বুধবার বিজেপি-এর সিপাহীজলা জেলা ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৫২টি পরিবারের ২০১ জন নিবন্ধিত ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। বিহার বিজয় সমাবেশ-এর অংশ ..
আগরতলা, ৩ ডিসেম্বর (হি.স.) : জেল ওয়ার্ডার পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে পুনরায় বিক্ষোভে সামিল হলেন চাকরিপ্রার্থীরা। বুধবার তারা আগরতলায় কারা দফতরের আইজি অফিসর সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রার্থীদের দাবি, ফিজিক্যাল পরীক্ষায়..
হাইলাকান্দি (অসম), ৩ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বণ্টন করতে আগামী শনিবার ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা হাইলাকান্দি আসছেন। হাইলাকান্দি শহরের মেলার মাঠে এদিন সকাল ১১টায়..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha