জেল ওয়ার্ডার নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে আগরতলায় বিক্ষোভ
আগরতলা, ৩ ডিসেম্বর (হি.স.) : জেল ওয়ার্ডার পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে পুনরায় বিক্ষোভে সামিল হলেন চাকরিপ্রার্থীরা। বুধবার তারা আগরতলায় কারা দফতরের আইজি অফিসর সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রার্থীদের দাবি, ফিজিক্যাল পরীক্ষায়
বিক্ষোভ


আগরতলা, ৩ ডিসেম্বর (হি.স.) : জেল ওয়ার্ডার পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে পুনরায় বিক্ষোভে সামিল হলেন চাকরিপ্রার্থীরা। বুধবার তারা আগরতলায় কারা দফতরের আইজি অফিসর সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রার্থীদের দাবি, ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হোক এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা লিখিত পরীক্ষার তারিখ অবিলম্বে ঘোষণা করা হোক।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত চার বছর ধরে সরকার নানা সময়ে আশ্বাস দিলেও বাস্তবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। চাকরির দাবিতে হাতে থালা নিয়ে তারা প্রতীকী প্রতিবাদ জানান। প্রার্থীদের প্রশ্ন—কী কারণে বারবার প্রতিশ্রুতি দিয়েও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande