ট্রাক, গাড়ি ও বাইকের সংঘর্ষে হরিয়ানায় মৃত ৪, আহত একাধিক
কার্নাল, ৩ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার কার্নালে ট্রাক, গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও একাধিক আহত হয়েছেন। বুধবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ও বাইকে ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয়েছে ৪ জনের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কা
Invalid email address
संपर्क करें
हिन्दुस्थान समाचार बहुभाषी न्यूज एजेंसी एम-6, भगत सिंह मार्केट, गोल मार्केट, नई दिल्ली- 110001