শুনানির পর আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার তদন্ত শেষ হল
কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.) : আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার তদন্ত শেষ! আলিপুর বিশেষ সিবিআই আদালতে বুধবার এমনটাই জানাল সিবিআই। আলিপুর বিশেষ সিবিআই আদালতে এ দিন আর জি কর দুর্নীতি মামলার শুনানি হয়। এমনকী দুর্নীতি মামলায় জমা দেওয়া অতিরিক্ত চার্জশি
শুনানির পর আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার তদন্ত শেষ হল


কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.) : আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার তদন্ত শেষ! আলিপুর বিশেষ সিবিআই আদালতে বুধবার এমনটাই জানাল সিবিআই। আলিপুর বিশেষ সিবিআই আদালতে এ দিন আর জি কর দুর্নীতি মামলার শুনানি হয়।

এমনকী দুর্নীতি মামলায় জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটকে যাতে ফাইনাল চার্জশিট হিসাবে দেখা হয়, সেই আবেদনও এদিন জানায় সিবিআই। শুনানিতে সিবিআইয়ের তরফে এই সংক্রান্ত একাধিক নথিও জমা করা হয়। অন্যদিকে আগামী ১৬ ডিসেম্বর অভিযুক্ত আখতার আলিকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার আর জি কর দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আলিপুরের বিশেষ সিবিআই আদালতে দ্বিতীয় চার্জশিট পেশ করে। বুধবার আদালতে এই সংক্রান্ত শুনানি হলে সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, এই মামলায় আগেই একটি চার্জশিট গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে সহায়ক চার্জশিটে একই ধারা থাকায় তা গ্রহণে কোনও সমস্যা নেই। ফলে আখতার আলির বিরুদ্ধে পরবর্তী প্রক্রিয়া শুরু হতে সমস্যা নেই বলেও দাবি।

উল্লেখ্য, সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটে নাম রয়েছে আখতার আলির।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande