জুভেনাইল হোম ও ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যপাল
আগরতলা, ৩ ডিসেম্বর (হি.স.) : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু বুধবার সকালে নড়সিংগড়স্থিত জুভেনাইল হোম এবং ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হোমে থাকা আবাসিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা–অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
এরপর রাজ্য
Invalid email address
संपर्क करें
हिन्दुस्थान समाचार बहुभाषी न्यूज एजेंसी एम-6, भगत सिंह मार्केट, गोल मार्केट, नई दिल्ली- 110001