বৃহস্পতিতেই ভারতে আসছেন পুতিন, ভারত ও রাশিয়ার মধ্যে হবে দ্বিপাক্ষিক বৈঠক
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভারত সফরে আসছেন। ২৩-তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ৪-৫ ডিসেম্বর ভারতে থাকবেন পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের
বৃহস্পতিতেই ভারতে আসছেন পুতিন


নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভারত সফরে আসছেন। ২৩-তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ৪-৫ ডিসেম্বর ভারতে থাকবেন পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

আগেই ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ডিসেম্বর মাসের ৪ এবং ৫ তারিখ ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এদেশে আসছেন তিনি। ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande